
কুমিল্লায় আর এম ফাউন্ডেশন এর উদ্যোগে একশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
কুমিল্লায় আর এম ফাউন্ডেশন এর উদ্যোগে একশত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১ টায় কুমিল্লার অশোক তলায় একটি স্কুল মাঠে হতদরিদ্র, নিম্ন আয়ও অস্বচ্ছল পরিবারের মাঝে ই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। আর এম ফাউন্ডেশনের চেয়ারম্যান রুমি রহমানের সভাপতিত্বে আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক শওকত ওসমান৷ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমবায় অফিসার মোঃ আল আমিন ও উপজেলা সমবায় অফিসার মোঃ শরিফুল ইসলাম। আর এম ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সুমন সালাউদ্দিন ঈদ সামগ্রী বিতরণের সার্বিক সহযোগিতায় ছিলেন কুমিল্লা আর এম ফাউন্ডেশন ও আয়োজনে স্বনির্ভর সূচনা নারী উন্নয়ন ও প্রশিক্ষণ সংস্থা অনুষ্ঠান সঞ্চালনা করেন শাহানা বেগম

আরএম ফাউন্ডেশনের চেয়ারম্যান রুমি রহমান জানান পুরো রমজানজুড়ে আমরা হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি
ঈদকে সামনে রেখে আমরা আরো কিছু অসহ্য ও নিজের পরিবারের মাঝেই সামগ্রী বিতরণ করব আমরা এর পূর্বেও করুনা কালীন সময় মানুষ যখন কর্মহীন হয়ে পড়ে আছে ঠিক সেইসময় আমরা কুমিল্লা বিভিন্ন জেলা-উপজেলায় খাদ্য সহায়তা প্রদান করেছি নিজ অর্থায়নে বহু বেকার মহিলাদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছি সেলাই প্রশিক্ষণ দিয়ে সেলাই মেশিন দিয়ে তাদেরকে সম্পন্ন করে দিয়েছি আমদের এই প্রচেষ্টা অব্বাহত থাকবে
