Post upper

কুমিল্লা মুক্ত দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দিয়েছে ;আলোকিত কুমিল্লা

১৩

কুমিল্লা মুক্ত দিবসে বীর মুক্তিযোদ্ধাদের
সংবর্ধণা দিয়েছে আলোকিত কুমিল্লা

sidebar

ষ্টাফ রিপোর্টারঃ
বিজয়ের সূবর্ণ জয়ন্তীতে কুমিল্লা মুক্ত দিবসে রনাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা দিয়েছে অনলাইন নিউজ পোর্টাল আলোকিত কুমিল্লা।
বুধবার (৮ ডিসেম্বর) বিকেল পাঁচটায় কুমিল্লার একটি পার্টি সেন্টারে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন অনলাইন নিউজ পোর্টাল আলোকিত কুমিল্লা।
সংবর্ধিত অতিথিরা হলেন কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র-ছাত্রী সংসদের সাবেক জিএস, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট সহচর ও কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট রুস্তম আলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কিরণময় দত্ত, বীর মুক্তিযোদ্ধা নঈমুল হক ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আমির আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমী কুমিল্লার সাবেক পরিচালক ডঃ মিজানুর রহমান।
কুমিল্লায় জুয়েলারী মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহ মোঃ আলমগীর খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও আদর্শ সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তারিকুর রহমান জুয়েল, কুমিল্লা সিটি কর্পোরেশনের সংরক্ষিত (১৩, ১৪, ১৫) মহিলা ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র নুরজাহান আলম পুতুল, কুমিল্লা প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক শিরোনাম পত্রিকার সম্পাদক নিতীশ সাহা, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মামুন, বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মোঃ আবুল খায়ের। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলোকিত কুমিল্লার প্রধান সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম সুমন। অনুষ্ঠান সঞ্চালনা করেন দৈনিক ভোরের কাগজের কুমিল্লা জেলা প্রতিনিধি আনোয়ার হোসাইন। অনুষ্ঠানে সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

post Down
আরো পড়ুন
After related Post